সকাল সকাল ডেস্ক। মুম্বাই
প্রায় ৩০ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও রজনীকান্ত। ‘জেলর’ ছবির দ্বিতীয় অংশ জেলর ২-এ দেখা যাবে এই দুই সুপারস্টারকে। কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে; মিঠুন এই সপ্তাহে শ্যুটিং শুরু করেছেন, রজনীকান্তও শীঘ্রই যোগ দেবেন।
প্রসঙ্গ:
রজনীকান্তের প্রথম অংশ জেলর ২০২৩ সালে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। শ্যুটিং হবে চেন্নাইসহ দেশের বিভিন্ন জায়গায়।
No Comment! Be the first one.