বীরশা মুন্ডার পর আদিবাসীদের জন্য বড় ক্ষতি, শিবু সোরেন ছিলেন ‘দিশোম গুরু’: রাজনাথ সিংহ

সকাল সকাল ডেস্ক। ১৬ আগস্ট :

রামগড়

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ শনিবার স্বর্গীয় শিবু সোরেনের পৈতৃক গ্রামে পৌঁছে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার ফুল অর্পণ করেন। প্রতিরক্ষা মন্ত্রী শিবু সোরেনের মৃত্যুকে আদিবাসী সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।

রাজনাথ সিংহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “বীরশা মুন্ডার পর আদিবাসী সমাজ শিবু সোরেনের মৃত্যুতে তাদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে হারিয়েছে। আমি শিবু সোরেনের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছি, তাঁর সঙ্গে কথোপকথন করেছি। তাঁর সহজতা, সরলতা ও সংগ্রামমূলক মনোভাব আমাকে অত্যন্ত প্রভাবিত করেছিল। তাঁর মৃত্যুতে শুধু ঝাড়খণ্ডের মানুষই নয়, তাঁরা তাদের প্রিয় নেতা এবং অভিভাবককেও হারিয়েছেন।”

প্রতিরক্ষা মন্ত্রী আরও লিখেছেন, “আজ আমি তাঁর পুত্র এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমার সমবেদনা প্রকাশ করেছি। প্রভু যেন তাঁদের এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন।”

এই ভাষ্য আদিবাসী সমাজ এবং ঝাড়খণ্ডের মানুষের মধ্যে শিবু সোরেনের প্রভাব ও গুরুত্বকে প্রতিফলিত করছে।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More