‘ধূমকেতু টু’ আটকানো যাবে না, মত কৌশিক গঙ্গোপাধ্যায়ের

সকাল সকাল ডেস্ক।

কলকাতা ; স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘ধূমকেতু’ ফের আলোচনায়। ছবিটি তৈরি হয়েছিল দশ বছর আগে, তবে মুক্তি পায় এবারই। দেব-শুভশ্রী অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির শেষে ‘কাহিনি অসমাপ্ত’ লেখা দেখে দর্শকদের মধ্যে প্রশ্ন জাগে—কবে আসবে ‘ধূমকেতু টু’?

সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমার কাজ ছিল কাহিনি অসমাপ্ত লিখে দেওয়া। সেটাই করেছি। তবে এখন যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে মনে হয় না ছবির দ্বিতীয় ভাগ আটকে রাখা যাবে।”

দেব-শুভশ্রী বাংলা সিনেমার অন্যতম সফল জুটি হলেও, তাঁরা এখনও পর্যন্ত মাত্র ছ’টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই ছবির প্রচারে ব্যক্তিগত দূরত্ব ভুলে আবার একে অপরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় স্পষ্ট, তিনি দ্বিতীয় ভাগ করতে প্রস্তুত। তবে কবে শুটিং শুরু হবে, তা এখনও স্থির হয়নি। ফলে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More