আরিয়ান খানের ‘দ্য ব্যান্ডস অফ বলিউড’: ববি দেওলের প্রশংসা-অভিযোগ

সকাল সকাল ডেস্ক। মুম্বাই

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় দ্য ব্যান্ডস অফ বলিউড সিরিজে ববি দেওল অভিনয় করেছেন। ট্রেলার লঞ্চে ববি বলেন, আরিয়ান অনেক চাপ দিয়েছেন, একাধিক টেক নিতে বাধ্য করেছেন। সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে।

কাস্ট: ববি দেওল, সাহার, লক্ষ্য, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদী, গৌতমী কাপুর।

Read More News

Read More