সকাল সকাল ডেস্ক।
মুম্বাই ; গুরুগ্রামের ইউটিউবার ও বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি চালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে তিনটি বাইকে করে কিছু মুখোশধারী দুষ্কৃতী এসে প্রায় ১০–১২ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। বাড়ির প্রথম তলে বুলেট লাগে, তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
ঘটনার সময় বাড়িতে ছিলেন এলভিশের পরিবারের সদস্য ও কেয়ারটেকার। পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিশের বাবা জানিয়েছেন, “আমরা তখন ঘুমাচ্ছিলাম। বাইকে করে তিনজন আসে, গুলি চালায়, তারপর পালিয়ে যায়।”
প্রসঙ্গত, ইউটিউব তারকা এলভিশ ২০২৩ সালে বিগ বস ওটিটি জয় করেছিলেন। তিনি একাধিক মিউজিক ভিডিও ও সিনেমায় কাজ করেছেন। তবে গত বছর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছিল নয়ডা পুলিশ, অভিযোগ ছিল সাপের বিষ সরবরাহের সঙ্গে যুক্ত থাকার। পরে তিনি জামিনে ছাড়া পান।
No Comment! Be the first one.