বিক্রম-ঐন্দ্রিলা ফের ছোটপর্দায়, এবার জুটিতে সঞ্চালনা

সকাল সকাল ডেস্ক।

কলকাতা

দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব, পর্দায় অগণিত জনপ্রিয় মুহূর্ত—আবারও একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাঁদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এবার আর ধারাবাহিক নয়, বরং নতুন এক রিয়ালিটি শো-এ সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন এই প্রিয় জুটি।

জি বাংলার নতুন গেম শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন তাঁরা। নামেই বোঝা যাচ্ছে, এটি একটি গেম শো হলেও একেবারে আলাদা আঙ্গিকে। এটি কাপল গেম শো, যেখানে প্রতিযোগী দম্পতিদের নানা মজাদার খেলার পাশাপাশি দর্শকের কাছে বিশেষ আকর্ষণ হয়ে থাকবে বিক্রম-ঐন্দ্রিলার উপস্থাপনা ও তাঁদের দীর্ঘদিনের পরিচিত রসায়ন।

টেলিভিশনের দর্শকদের কাছে এই জুটি বহু আগেই জনপ্রিয়তা কুড়িয়েছিল। মাঝখানে দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে দেখা না গেলেও বাস্তব জীবনের বন্ধুত্ব অটুট থেকেছে। সেই বন্ধুত্বের ছায়া আবারও পড়তে চলেছে টিভির পর্দায়। দর্শকদের প্রশ্ন, ফিরবে কি আগের মতোই সেই পুরনো ম্যাজিক? উত্তর মিলবে জি বাংলার নতুন শো-এ।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More