সকাল সকাল ডেস্ক
মস্কো : মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রিবাহী বাসের। সোমবার সকালে রাশিয়ার লেনিনগ্রাদ এলাকার এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১১। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
জানা গেছে, ট্রেন আসা সত্ত্বেও বাসের চালকই ভুল করে লাইনের উপরে বাসটি নিয়ে চলে আসেন। ট্রেনচালক ইমার্জেন্সি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো যায়নি। হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
No Comment! Be the first one.