“চাষি শুধু অন্নদাতা নয়, এবার হবে শক্তিদাতাও” – নীতিন গডকরি

সকাল সকাল ডেস্ক।

গড়বা:
ঝাড়খণ্ডের গড়বায় বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি দুটি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস এবং একটি বাইপাস সড়কের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মোট ব্যয় ২,৪৬০ কোটি টাকা। শিলান্যাস করা হয়েছে টোরি-চান্দওয়াগড়বা-অম্বিকাপুর ফোরলেন সড়কের, এবং উদ্বোধন হয়েছে গড়বা বাইপাস রোড-এর।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গডকরি বলেন, “আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি কেনেডি বলেছিলেন— যেখানে উন্নত সড়ক থাকবে, সেই দেশ সমৃদ্ধ হবে। গড়বা তথা ঝাড়খণ্ড খনিজ সম্পদে ভরপুর, এখানে ভালো সড়ক হলে শিল্প, কর্মসংস্থান ও অর্থনীতির বিকাশ অনিবার্য।” তিনি জানান, ঝাড়খণ্ডে ১,০০০টি পুকুর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা কৃষিকাজ ও জল সংরক্ষণের জন্য অত্যন্ত কার্যকরী হবে। তাঁর মতে, “আমার নিজের এলাকায় পুকুর তৈরি করে কৃষকদের আত্মহত্যা রোখা গিয়েছে, সেই মডেল এখানেও কার্যকর করা হবে।”

মন্ত্রী ঝাড়খণ্ডের তসর শাড়িস্থানীয় শিল্প-কারিগরদের প্রশংসা করে বলেন, “আমরা সাহেবগঞ্জ ও গড্ডায় এই শাড়িগুলিতে ঝাড়খণ্ডি ডিজাইন তৈরি করাচ্ছি, যার দেশজুড়ে ব্যাপক চাহিদা আছে। কেবল প্রশিক্ষণ ও উৎসাহের প্রয়োজন।”

টোরি-চান্দওয়া ও গড়বা-অম্বিকাপুর সড়ক প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, এই প্রকল্প দুটি স্থানীয় বিধায়ক সত্যেন্দ্র নাথ তিওয়ারি ও সাংসদ বিডি রাম-এর অনুরোধে অনুমোদিত হয়েছে। গডকরি বলেন, “বিডি রামের প্রচেষ্টার ফলেই আজ প্রকল্প বাস্তবায়নের পথে।”

তিনি আরও জানান, বারাণসী থেকে কলকাতা পর্যন্ত ইকোনমিক করিডোর তৈরির কাজও চলমান এবং ভবিষ্যতে ঝাড়খণ্ডে প্রায় ২ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প বাস্তবায়িত হবে।

তিনি বলেন, “ভারতের চাষি শুধু অন্ন উৎপাদক নয়, ভবিষ্যতে শক্তি উৎপাদকও হবেন। ধানের খড় থেকে বায়ো-সিএনজি তৈরি করে এ রাজ্যে নতুন শক্তি প্রকল্প গড়ে তোলা সম্ভব।”

গডকরি রাজ্যের অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোরের বক্তব্যের সমর্থনে বলেন, “ভোট পর্যন্ত রাজনীতি চলুক, তার পর উন্নয়নের রাজনীতি হোক।” তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন-এর দ্রুত আরোগ্য কামনা করেন এবং জানান, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দিল্লিতে শিবু সোরেনের সঙ্গে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More