কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু: গ্রেফতার আরও তিন, ধৃত মোট চার

সকাল সকাল ডেস্ক।

নদিয়া, ২৪ জুন: নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের পর বিজয় মিছিল ঘিরে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে এক ১০ বছর বয়সি শিশুকন্যা। ঘটনায় রাজ্যজুড়ে শোক ও প্রতিবাদের ঝড় উঠেছে। মঙ্গলবার পুলিশ জানায়, এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চার জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেফতারকৃত চার অভিযুক্ত হল আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবারই তাদের আদালতে পেশ করা হবে।

ঘটনাটি ঘটে সোমবার, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন। বিজয় মিছিল চলাকালীন অভিযোগ ওঠে, শাসক দলের কর্মীরা স্থানীয় এক সিপিএম কর্মীর বাড়ির দিকে বোমা নিক্ষেপ করে। সেই সময় বিস্ফোরণের শিকার হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। ঘটনাস্থল ছিল বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রাম।

নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন জানান, তাঁরা সিপিএম সমর্থক এবং যারা বোমা ছুড়েছে তারা তৃণমূল কর্মী বলেই চিহ্নিত করেছেন, যদিও নাম জানেন না।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে বলেছে, “রক্তপাত ছাড়া তৃণমূল জিততে জানে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ দিয়েছেন। জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। যারা দোষী, তারা কোনোভাবেই রেহাই পাবে না।”

পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, কালীগঞ্জ অঞ্চলে ২০২৩ সাল থেকেই রাজনৈতিক উত্তেজনা এবং দ্বন্দ্ব ছিল, এই বিস্ফোরণ তারই বহিঃপ্রকাশ হতে পারে। ফরেনসিক ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে জানান তিনি।

এখন প্রশাসন বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার চাইছে ন্যায়বিচার এবং কঠোর শাস্তি।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More