বার্লিনে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

সকাল সকাল ডেস্ক।

কলকাতা : নিঃশব্দে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্র বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহুয়া।

সূত্রের খবর, ৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া ও পিনাকি। জার্মানিতে বিয়ে হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এমনকি দলের অনেকেই জানতেন না বলে খবর।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল তৈরি হয় নেটনাগরিকদের মধ্যে। প্রকাশ্যে আসে বিয়ের ছবিও। একেবারে ছিমছাম সাজে মহুয়া। শাড়ির সঙ্গে মানানসই গয়না। মুখে চওড়া হাসি।

মহুয়া-পিনাকী দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ড্যানিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে বিয়ে করেন মহুয়া। যদিও সেই বিয়েতে ছেদ পড়ে। অন্য দিকে পিনাকীর প্রথম স্ত্রী সঙ্গীতা মিশ্র। তাঁদের একটি ছেলে ও মেয়েও আছে। পিনাকীরও সেই বিয়েতে ছেদ পড়েছে অনেক দিন আগেই। এ বার জীবনের নতুন ইনিংস শুরু করলেন তাঁরা।

বছর খানেক আগে যখন ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন বিতর্ক সামনে আসে, তখনই জানা গিয়েছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়া মৈত্রের। জয় অনন্ত তাঁর বিরুদ্ধে যখন ঘুষ নেওয়ার অভিযোগ আনেন, তখন মহুয়া তাঁকে ‘জিল্টেড এক্স’ বলেও কটাক্ষ করেছিলেন।

কালীগঞ্জে উপনির্বাচন। ভোট হলে দাপিয়ে প্রচার করেন মহুয়া। তবে নিজের এলাকার ভোটে একদিনও দেখা যায়নি তাঁকে। তাঁর অনুগামীরা জানিয়েছিলেন, মহুয়া বিদেশে আছেন ব্যক্তিগত কাজে। কিন্তু বৃহস্পতিবার সামনে আসে তাঁর বিয়ের খবর।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More