উত্তর প্রদেশে চলন্ত বাসে জীবন্ত অগ্নিদগ্ধ ৫

সকাল সকাল ডেস্ক।

লখনউ: উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎই চলন্ত বাসে আগুন, আর তার জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। জানা গেছে, এর মধ্যে দু’জন শিশুও রয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দগ্ধ হয়ে আহত অন্যান্য যাত্রীদের যথাযথ চিকিৎসা প্রদান করতে জেলা প্রশাসনকে তিনি নির্দেশও দিয়েছেন।

জানা যাচ্ছে, ‍বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের লখনউয়ের কাছে মোহনলালগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। একটি বিহার–দিল্লি রুটের বেসরকারি বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন। তার মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান দু’জন মহিলা ও দু’জন শিশু-সহ মোট ৫ জন। বাসের চালক ও কন্ডাক্টর পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More