সকাল সকাল ডেস্ক
মস্কো : রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আন্তোনভ আন-২৪ বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। যাত্রীবাহী ওই বিমান ভেঙে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন। বিমানটি কী ভাবে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।
আশঙ্কা করা হচ্ছে, বিমানের কোনও আরোহীই আর বেঁচে নেই। যাত্রিবাহী ওই বিমানে ছিলেন ছয় বিমানকর্মী-সহ মোট ৫০ জন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, সেটি কোথায় রয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিমানটির গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা।
No Comment! Be the first one.