সকাল সকাল ডেস্ক।
পূর্ব বর্ধমানের নালা ফেরিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিহারের পূর্ব চম্পারণ জেলার ১১ জন তীর্থযাত্রীর মরদেহ শনিবার গভীর রাতে নিজ গ্রামে পৌঁছল। একে একে সাতটি অ্যাম্বুলেন্সে মরদেহ আসতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার ও গ্রামবাসী।
তীর্থযাত্রীরা দেবঘর ও বাসুকিনাথ দর্শন সেরে গঙ্গাসাগর থেকে ফিরছিলেন। ফেরার পথে এনএইচ-১৯-এ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁদের বাস উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের, আহত হন অন্তত ৩৫ জন।
আহতদের বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। মৃতদের মরদেহ পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় মোতিহারিতে পৌঁছে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। রবিবার সরকারি সহায়তায় সম্পন্ন হবে শেষকৃত্য।
No Comment! Be the first one.