ফুটবল মাঠে রেফারিকে লাথি, কটাক্ষ শুভেন্দুর

(সকাল সকাল ডেস্ক)

কলকাতা, ১৬ আগস্ট : মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারিকে প্রকাশ্যে লাথি মারার অভিযোগ ঘিরে রাজনৈতিক তোলপাড়। অভিযুক্ত তৃণমূল নেতা সৌমেন খানের ভাইপো রাজা খান।

ভিডিয়ো-সহ ঘটনা প্রকাশ্যে এনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লেখেন— “যাকে মারধর করা হয়েছে তিনি লক্ষণ মান্ডি, যিনি খড়্গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ও পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ।”

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব করছে। একইসঙ্গে তপশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ এবং ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপের দাবি জানান।

শুভেন্দুর কটাক্ষ— “রেফারিকে আক্রমণ করা তৃণমূলের সংস্কৃতি। ভোটের ময়দানে জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ হোক বা ফুটবল মাঠে রেফারিকে লাথি মারা—সবেতেই একই মানসিকতা।”

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More