গাজায় হু-র গুদামে ইজরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ

সকাল সকাল ডেস্ক

গাজা : গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র গুদামে হামলার অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। হু-র প্রধান টেডরোস অ্যাডানম গেব্রিয়েসাসের অভিযোগ, ইজরায়েলি সেনা সংস্থার কর্মীদের আবাসনে প্রবেশ করে, নারী ও শিশুদের জোর করে পায়ে হেঁটে বেরিয়ে যেতে বাধ্য করে এবং পুরুষ কর্মীদের বন্দুকের মুখে নগ্ন করে জিজ্ঞাসাবাদ করে।

টেডরোস আরও জানান, হু-র প্রধান গুদামঘর দেইর আল-বালাহতেও হামলা হয়েছে। তিনি বলেন, একটি যুদ্ধবিরতি শুধু প্রয়োজনীয় নয়, বরং অনেক দেরি হয়ে গিয়েছে। এ নিয়ে ইজরায়েলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More