আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু

সকাল সকাল ডেস্ক

কাবুল : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ।

হেরাত প্রদেশে ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন।এর পর বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। যার ফলে বাসটিতে আগুন লেগে যায়। স্থানীয় পুলিশ ও প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও বাস চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক কর্মকর্তা মহম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, বাসটিতে সম্প্রতি ইরান থেকে নির্বাসিত আফগান নাগরিকরা ছিলেন এবং তারা রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নিহতদের অধিকাংশই ওই বাসের যাত্রী।

ট্রাকে থাকা দু’জন এবং মোটরসাইকেলে থাকা আরও দু’জনও নিহত হয়েছেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। ফলে বহু যাত্রী আগুনে ঝলসে মারা যান।

প্রসঙ্গত, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সেদেশে থাকা আট লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে। যাঁদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More