ভাষা বিতর্কে অস্বস্তিতে কমল হাসান, অভিনেতাকে ভর্ৎসনা আদালতের

সকাল সকাল ডেস্ক।

বেঙ্গালুরু : ‘আপনি ইতিহাসবিদ?’ অভিনেতা কমল হাসানকে তীব্র ভর্ৎসনা করল কর্নাটক হাইকোর্ট। আদালত সাফ জানিয়ে দিল, তিনি অভিনেতা হতে পারেন, কিন্তু কারও ভাবাবেগে আঘাত করার অধিকার নেই। সম্প্রতি তামিল থেকে কন্নড় ভাষার জন্ম বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তারপরই কর্নাটকে তাঁর ছবি নিষিদ্ধ করা হয়। পাল্টা আদালতে গিয়েছিলেন তিনি। সেখানেই শুনতে হল এই কথা। কর্নাটক হাইকোর্ট অভিনেতাকে তিরস্কার করে বলেছে, ‘আপনি ইতিহাসবিদ?’।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More