সকাল সকাল ডেস্ক।
রাঁচি, ১৭ আগস্ট:
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দিশোম গুরু শিবু সোরেনের অস্থি আজ রাজারাপ্পা দামোদর নদীর ঘাটে বিসর্জন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজ হাতে পূর্ণ ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান মেনে বাবার অস্থি নদীতে বিসর্জন করেন।
পৈতৃক গ্রাম নেমরা থেকে অস্থি-কলস নিয়ে মুখ্যমন্ত্রী রাজারাপ্পায় পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন ছোট ভাই বিধায়ক বসন্ত সোরেন, পরিবারের অন্যান্য সদস্য এবং নেমরা গ্রামের বাসিন্দারা।
স্থানীয় পুরোহিত সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করান। অস্থি বিসর্জনের সময় বাবাকে হারানোর বেদনা মুখ্যমন্ত্রীর চোখে স্পষ্টভাবে ধরা পড়ে।
No Comment! Be the first one.