সকাল সকাল ডেস্ক।
প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুতেই দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের মাঠে ৪-০ গোলে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।
প্রথমার্ধে হলান্ড গোল করে দলকে এগিয়ে দেন, পরে রেইডার্স ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন হলান্ড। এরপর অভিষেক ম্যাচেই গোল পেলেন তরুণ হায়ান শের্কি। ম্যাচে সিটি প্রায় ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে এবং চারটি শট লক্ষ্যভেদ করে, সবগুলোই গোল হয়।
ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে স্মরণ করা হয়। এদিন আরও দুটি ম্যাচ ড্র হয়েছে—ব্রাইটন বনাম ফুলহ্যাম (১-১) এবং অ্যাস্টন ভিলা বনাম নিউক্যাসল (০-০)।
No Comment! Be the first one.