প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু ম্যানচেস্টার সিটির

সকাল সকাল ডেস্ক।

প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরুতেই দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের মাঠে ৪-০ গোলে জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

প্রথমার্ধে হলান্ড গোল করে দলকে এগিয়ে দেন, পরে রেইডার্স ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন হলান্ড। এরপর অভিষেক ম্যাচেই গোল পেলেন তরুণ হায়ান শের্কি। ম্যাচে সিটি প্রায় ৫৯ শতাংশ সময় বল দখলে রাখে এবং চারটি শট লক্ষ্যভেদ করে, সবগুলোই গোল হয়।

ম্যাচ শুরুর আগে প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে স্মরণ করা হয়। এদিন আরও দুটি ম্যাচ ড্র হয়েছে—ব্রাইটন বনাম ফুলহ্যাম (১-১) এবং অ্যাস্টন ভিলা বনাম নিউক্যাসল (০-০)।

কর্ম ও আদর্শের মাধ্যমে অনুপ্রাণিত করে গিয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় : মুখ্যমন্ত্রী

কলকাতা: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা অর্পণ...

August 2, 2025

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More