জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় ভূমিকম্প, কম্পাঙ্ক ৩.৫

২১ আগস্ট (sokal sokal desk)

শ্রীনগর, : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলা বৃহস্পতিবার হালকা ভূমিকম্পে কেঁপে উঠল। দুপুর ১.৪১ মিনিটে ৩.৫ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এটি কার্গিল থেকে ১৬০ কিলোমিটার পশ্চিম ও কাশ্মীরের কাটরা থেকে ১৯৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল। তীব্রতা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Read More News

মজবুত ভারত, বুলন্দ ইরাদে

সকাল সকাল ডেস্ক। -ঋতুপর্ণ দেবে লালকেল্লার প্রাচীর থেকে টানা ১২তম বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

Read More