গয়ায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, ১৩-হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

সকাল সকাল ডেস্ক।

গয়া: বিহারের গয়ায় উষ্ণ অভ্যর্থনা জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার গয়ায় আয়োজিত এক অনুষ্ঠান থেকে ১৩-হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মানঝি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এদিন রোড শো করে সভাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বিদ্যুৎ, সড়ক, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং জল সরবরাহের জন্য প্রায় ১৩,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য গঙ্গা নদীর উপর আউন্টা-সিমারিয়া সেতু প্রকল্পেরও উদ্বোধন করেন। তিনি গয়া ও দিল্লির মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী ও কোডারমার মধ্যে বৌদ্ধ সার্কিট ট্রেনেরও উদ্বোধন করেন।

Read More News

Read More