সকাল সকাল ডেস্ক।
কলকাতা: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা অর্পণ করেছেন।
শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
এক অসাধারণ প্রতিভাধর রসায়নবিদ, শিক্ষাবিদ, শিল্পোদ্যগী এবং দূরদর্শী সমাজ সংস্কারক, আচার্য প্রফুল্লচন্দ্র তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে গিয়েছেন। কীভাবে বিজ্ঞানকে সমাজ ও জাতির কল্যাণে ব্যবহার করা যেতে পারে, সে বিষয়ে তাঁর মূল্যবান শিক্ষা ছিল।
তিনি বাঙালিকে আত্মনির্ভর ও উদ্যোগী দেখতে চেয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল শুধু একটি কারখানা ছিল না, এটি ছিল বাঙালির আত্ননির্ভরশীলতার এক মূর্ত প্রতীক। তাঁর এই সৃষ্টিকে সম্মান জানিয়ে আমাদের শহরে একটা মেট্রো রেলস্টেশন করতে পেরেছি, তার জন্য নিজেকে কৃতার্থ মনে হয়।
No Comment! Be the first one.